Oxygencylinder.com.bd একটি সেবা মূলক প্রতিষ্ঠান। আমরা বাসা বাড়িতে সকল ধরনের অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটর এবং যে কোন মেডিকেল সরঞ্জাম ভাড়া দেয়া কিংবা বিক্রয় করে থাকি। যেকোন প্রযোজনে এখনই কল করুন: 01712544008

 অক্সিজেন সিলিন্ডার ভাড়া ও বিক্রয়

 অক্সিজেন সিলিন্ডার ভাড়া ও বিক্রয়

অক্সিজেন সিলিন্ডার ভাড়া বিক্রয়

linde oxygen cylinder
Linde Oxygen Cylinder. Oxygen is an
আপনাদের যেই কোন ইমার্জেন্সিতে দ্রুততম সময়ে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার পেতে আমাদের কল করুন, ২৪/৭ যেকোন সময়ে যেকোন স্থানে ” অক্সিজেন সাপোর্ট টিম পৌঁছে দিবে মেডিকেল অক্সিজেন সিলিন্ডার.

অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট) ভাড়া ও বিক্রয়।

সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে ভাড়া দেওয়া হয়, অক্সিজেন সেট আপের সাথে থাকছে-
  1.  ২০০০  প্রেসার অক্সিজেন ,
  2.  ফ্লো-মিটার,
  3.  অক্সিজেন সিলিন্ডারে,
  4.  নজেল ক্যানোলা/মাস্ক,
  5.  হোম ডেলিভারি।
ধারণ ক্ষমতাঃ ১.৩৬ ঘনমিটার,
ব্যবহারের সময়ঃ সর্বনিম্ন গতিতে ১৮ ঘন্টার বেশি,
আমাদের সিলিন্ডার সংগ্রহ করুন আপনার নিকটস্থ “অক্সিজেন সাপোর্ট পয়েন্ট” অথবা বাসায় বসে অর্ডার করুন, ১ ঘন্টায় পৌঁছে দিবে অক্সিজেন সাপোর্ট টিম।
সিলিন্ডার ব্যবহার বিধি আমাদের এক্সপার্ট টেকনিশিয়ান আপনাকে শিখিয়ে, বুঝিয়ে দিবে। ঢাকা শহরজুড়ে ১ ঘন্টায় ও সারাদেশে ২৪ ঘন্টায় ডেলিভারি।
অক্সিজেন শেষ হলেই পাবেন ২৪ ঘন্টা রিফিল, নিজ বাসায় কিংবা আমাদের রিফিল পয়েন্টে।
অক্সিজেন সিলিন্ডার ভাড়া বিক্রয় বিস্তারিত জানতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন..
01712544008

করোনা আক্রান্ত হয়ে অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে অনেকেই  উপকৃত হচ্ছেন।

বাড়িতে অক্সিজেন  রাখলে এবং তা ব্যবহার করতে সেই সময় বেশ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের নিয়ম-কানুন জেনে নিন।

১। অক্সিজেন সিলিন্ডার ঘরের ভিতরের রাখতে রাখতে হবে, যাতে সারাক্ষণ বাতাস চলাচল করতে পারে।

২। যন্ত্রটি ব্যবহার করার সময় ঘরে যাতে কেউ ধূমপান না করেন সেই বিষয়ে নজর দেওয়া দরকার।

৩। যেখানে আলো-বাতাস রয়েছে, সেরকম স্থানেই এই যন্ত্রটি রাখতে হবে।

৪। যন্ত্রের কাছাকাছি এমন কোনও জিনিস ব্যবহার করবেন না, যাতে আগুন ধরে যেতে পারে।

৫। অক্সিজেন সিলিন্ডার সব সময় সোজা ভাবে রাখুন,যাতে না পড়ে যায়।

৬। বাড়িতে অক্সিজেন  থাকলে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। তাই হাতের কাছে একটা অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে পারেন। অনেক বহুতল বাড়িতে এই ব্যবস্থা থাকে।

৭। এই যন্ত্রটি ব্যবহার করার সময় গ্যাস স্টোভ, মোমবাতি বা ইলেকট্রিক হিটারের মতো জিনিস থেকে অক্সিজেন সিলিন্ডার অন্তত ৫ ফুট দূরত্বে রাখুন।

 

Leave a Reply


01712544008
Verified by MonsterInsights