অক্সিজেন সিলিন্ডার ভাড়া বিক্রয়
অক্সিজেন সিলিন্ডার (ফুল সেট) ভাড়া ও বিক্রয়।
- ২০০০ প্রেসার অক্সিজেন ,
- ফ্লো-মিটার,
- অক্সিজেন সিলিন্ডারে,
- নজেল ক্যানোলা/মাস্ক,
- হোম ডেলিভারি।
করোনা আক্রান্ত হয়ে অনেকেই বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা রোগীদের শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে বাড়তি অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে অনেকেই উপকৃত হচ্ছেন।
বাড়িতে অক্সিজেন রাখলে এবং তা ব্যবহার করতে সেই সময় বেশ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের নিয়ম-কানুন জেনে নিন।
১। অক্সিজেন সিলিন্ডার ঘরের ভিতরের রাখতে রাখতে হবে, যাতে সারাক্ষণ বাতাস চলাচল করতে পারে।
২। যন্ত্রটি ব্যবহার করার সময় ঘরে যাতে কেউ ধূমপান না করেন সেই বিষয়ে নজর দেওয়া দরকার।
৩। যেখানে আলো-বাতাস রয়েছে, সেরকম স্থানেই এই যন্ত্রটি রাখতে হবে।
৪। যন্ত্রের কাছাকাছি এমন কোনও জিনিস ব্যবহার করবেন না, যাতে আগুন ধরে যেতে পারে।
৫। অক্সিজেন সিলিন্ডার সব সময় সোজা ভাবে রাখুন,যাতে না পড়ে যায়।
৬। বাড়িতে অক্সিজেন থাকলে আগুন লাগার ঝুঁকি বেড়ে যায়। তাই হাতের কাছে একটা অগ্নি নির্বাপক যন্ত্র রাখতে পারেন। অনেক বহুতল বাড়িতে এই ব্যবস্থা থাকে।
৭। এই যন্ত্রটি ব্যবহার করার সময় গ্যাস স্টোভ, মোমবাতি বা ইলেকট্রিক হিটারের মতো জিনিস থেকে অক্সিজেন সিলিন্ডার অন্তত ৫ ফুট দূরত্বে রাখুন।